এখন থেকে শিশুর নতুন জনম-নিবন্ধনের জন্য জনম-নিবন্ধন ফরম সঠিক ভাবে পূরন করে জমা দিতে হবে, ফরমের নির্ধারিত স্থানে ওয়ার্ড সদস্যের সীল ও স্বাক্ষর বাধ্যতামূলক এবং এম.বি.বি.এস ডাক্তার অথবা প্রধান শিক্ষকের স্বাক্ষর থাকাও বাধ্যতামূলক, এছাড়া ফরমের সাথে শিশুর টিকার কার্ড অথবা স্কুল প্রত্যয়ন পত্র থাকতে হবে। শিশুর নতুন জনম -নিবন্ধনের জন্য শিশুর বাবা ও মায়ের আইডি কার্ড সঙ্গে আনতে হবে। যে সকল শিশুর জনম ২০০৮ সালের আগে সেই শিশুর নতুন জনম-নিবন্ধনের জন্য, শিশুর বাবা ও মায়ের জনম-নিবন্ধন সনদ সঙ্গে আনতে হবে। এই সকল শিশুর নতুন জনম-নিবন্ধনের জন্য জনম-নিবন্ধন ফরম এর নির্ধারিত স্থানে সচিব মহোদয়ের স্বাক্ষর থাকতে হবে। অন্যথায় ২০০৮ সালের আগের কোন শিশুর জনম-নিবন্ধন করা হবে না। আরো একটি ঘোষনা ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে কোন জনম-নিবন্ধন সনদ নেওয়ার আগে জনম-নিবন্ধন সনদটি সঠিক আছে কিনা তা যাচাই করে নিতে ।
বিঃ দ্রঃ নতুন জনম-নিবন্ধন অথবা ডিজিটাল প্রত্যেক কার্ডের ফি বাবদ ৫০ টাকা করে লাগবে । এছাড়া জনম -নিবন্ধন সনদের কোন প্রকার নাম বা তারিখ সংশোধনের জন্য নির্ধারিত সঠিক সম্বলিত যে কোন সনদসহ সংশোধন ফরম পূরন করে সচিব ও চেয়ারম্যানের স্বাক্ষর ও উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর করে আনতে হবে। অন্যথায় কোন প্রকার সংশোধন করা যাবে না।
প্রচারেঃ মোঃ মহিদুল ইসলাম (উদ্যোক্তা)
মটমুড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS