ডিজিটাল সেন্টার এর কার্যক্রম
এক নজরে মটমুড়া ইউনিয়ন পরিষদ
মটমুড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার এর অবস্থানের বিবরন
ক্রমিক | বিবরন |
০১ | নামঃ ইউনিয়ন ডিজিটাল সেন্টার |
০২ | অবস্থানঃ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন |
০৩ | স্থাপন কালঃ |
০৪ | যোগাযোগঃ উপজেলা সদর থেকে পূবে দিকে ১৩ কিঃমিঃ দুরুত্বে বাওট গ্রামের শেষ প্রান্তে ডান পার্শ্বে। |
মটমুড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার
সেবা প্রদানের ব্যবহারকৃত মালামালের তালিকা
ক্রঃনং | মালামালের নাম | সংখ্যা | মন্তব্য |
১ | ডেস্কটপ কম্পিউটার | ১টি |
|
২ | ল্যাপটপ | ৩টি |
|
৩ | লেজার প্রিন্টার | ১টি |
|
৪ | কালার প্রিন্টার | ২টি |
|
৫ | ফটোস্ট্যাট মেশিন | ১টি |
|
৬ | ইন্টারনেট মডেম | ২টি |
|
৭ | মাল্টিমিডিয়া প্রজেক্টর | ১টি |
|
৮ | স্কীন | ১টি |
|
৯ | চেয়ার | ১০টি |
|
১০ | ফ্রন্ট টেবিল | ৮টি |
|
১১ | পেনড্রাইভ | ৩টি |
|
১২ | কার্ডরিডার | ৫টি |
|
১৩ | ডিজিটাল ক্যামেরা | ২টি |
|
১৪ | স্ক্যানার | ১টি |
|
১৫ | স্পিকার | ৩টি |
|
১৬ | মাইক সেট | ১টি |
|
১৭ | কালার টিভি | ১টি |
|
১৮ | ডিভিডি | ১টি |
|
১৯ | ইউ পি এস | ১০টি |
|
২০ | নোটিশ বোর্ড | ১টি |
|
২১ | হোয়াইট বোর্ড | ১টি |
|
২২ | দেওয়াল ঘড়ি | ১টি |
|
মটমুড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার এর পরিচালনার কায্য নিবার্হী কমিটি।
১। জনাব মোঃ সিরাজুল ইসলাম- চেয়ারম্যান, মটমুড়া ইউনিয়ন পরিষদ।
২। জনাবা মোছাঃ শিরিনা খাতুন- ইউপি সদস্যা।
৩। জনাবা মোছাঃ জহুরা খাতুন- ইউপি সদস্যা।
৪। জানাবা মোছাঃ শাহারন নেছা – ইউপি সদস্যা।
৫। জনাব মোঃ আমজাদ আলী- ইউপি সদস্য।
৬। জনাব মোঃ সিরাজুল হক – ইউপি সদস্য।
৭। জনাব মোঃ আব্দুল গনি- ইউপি সদস্য।
৮। জনাব মোঃ কামরুল হাসান- ইউপি সদস্য।
৯। জনাব মোঃ ওয়াহেদ আলী- ইউপি সদস্য।
১০। জনাব মোঃ আশরাফুল আলম – ইউপি সদস্য।
১১। জনা মোঃ মাজহারুল ইসলাম- ইউপি সদস্য।
১২। জনাব মোঃ শহিদুল ইসলাম- ইউপি সদস্য।
১৩। জনাব মোঃ গোলাম রসুল- ইউপি সদস্য।
১৪। জনাব মোঃ আব্দুল কাফী ইউপি সচিব
১৫।জনাব মোঃ মহিদুল ইসলাম- উদ্দোক্তা।
১৬। জনাব মোঃ আরিফুল ইসলাম – উদ্দোক্তা।
-উদ্দ্যোক্তা পরিচিতি-
১। মোঃ মহিদুল ইসলাম পিতাঃ মোঃ ইছামুদ্দিন মাতাঃ মোছাঃ মনোয়ারা খাতুন গ্রামঃ বাওট পোষ্টঃ মটমুড়া উপজেলা ও জেলাঃ মেহেরপুর। মোবাইল নং-০১৭১৩৯০৮৭৮৮
| ২। মোঃ আরিফুল ইসলাম পিতাঃ মোঃ আসানুর রহমান মাতাঃ মোছাঃ রিক্তা খাতুন গ্রামঃ বাওট পোষ্টঃ মটমুড়া উপজেলা ও জেলাঃ মেহেরপুর মোবাইল নংs- ০১৭৬০৯৬৮৭২৪ |
-সাবির্ক তদারকি-
- বিনা মুল্যে প্রদেয় সেবা সমুহ-
কৃষি, স্বাস্থ্য, আইন, মানবাধিকা, নাগরিক সেবা,পযর্টন, অকৃষি উদ্দ্যোগ, পরিবেশ, দুযোর্গ ব্যবস্থাপনা, বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, শিল্প ও বাণিজ্য, সাহিত্য ও সাংস্কৃতি, শ্রম ও কর্ম সংস্থান।
মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে স্যানিটেশন বিষয়ক জনসচেতনতা মত বিনিময় করা হচ্ছে।
ইউনিয়ণ উপ সহকারী কৃষি কর্মকর্তাদের নিয়ে কৃষকদের মাঝে ধান রোপন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
স্থানীয় জনগনে চাহিদার ভিত্তিতে ইন্টারনেট ও সংশ্লীষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে উল্লেখিত বিষয় গুলি নিয়ে জনগনকে তাৎক্ষনিক অবহিত করা।
-স্থানীয় আয় বর্ধন মুলক সেবা-
ইমেইল, স্ক্যানার, কম্পোজ, -ছবি তোলা, ইন্টারনেট ব্রাউজ, ইন্টারনেটে ভিডিওর মাধ্যমে কথা বলা, ফটোষ্ট্যাট, , বিভিন্ন সরকারী ও বেসরকারী ফর্ম, বিভিন্ন পত্রিকা, বিভিন্ন অনুষ্ঠিত পরীক্ষার ফলাফল, বিভিন্ন প্রতিষ্ঠানের ভর্তি রেজিষ্ট্রিশন, জন্ম সনদ, সনদ পত্র, ভোটার আইডি, দলিলপত্র বা এ ৩ সাইজের মধ্যে সীমাবদ্ধ যে কোন কাগজে লিখিত বা মুদ্রিত বিষয়ের প্রতিচ্ছবি করা হয়।
-ইন্টারনেট ব্যবহার করে বিদেশে স্বজনে সাথে কথা-
ইউনিয়ন এলাকার সাধারন মানুষ ও ছাত্র/ছাত্রীরা ইন্টারনেট ব্যবহার করছে এবং ইন্টারনেট ব্যবহর করে তারা তাদের প্রিজনকে দেখতে পাচ্ছে। সেই সাথে নিজেদের আপন জনের কাছে এখান থেকেই ইমেইল পাঠাতে পারছে।
-মাল্টিমিডিয়া প্রজেক্টর-
বিভিন্ন অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রজেক্টর ভাড়া দিয়ে অর্থ আয় করা হচ্ছে এবং জনগনের মাঝে বিভিন্ন বিষয় সম্পর্কে অভিহিত করা হচ্ছে।
- ফটোষ্ট্যাট-
স্থানীয় বাজারের থেকে কম মুল্যে ফটোষ্ট্যাটের সুবিধা প্রদান করা হয়।
-কম্পিউটার কম্পোজ-
যে কোন ড্রাফট কম্পিউটার এ টাইপ করে প্রিন্টারের মাধ্যমে ছাপানো হয়।
-ছবি তোলা-
সুলভ মুল্যে ছবি তুলে ৫ মিনিটেরমধ্যে সেবা দেওয়া হয়।
-স্ক্যানার-
যে কোন কাগজ সরাসরি স্ক্যানারের মাধ্যমে প্রিন্ট ইমেইল ও কম্পিউটারের রাখা হচ্ছে।
- দেশ বিদেশে মোবাইলে কথা বলা-
সাধারন মানুষকে মোবাইলের মাধ্যমে ফোন কলে সেবা দেওয়া হচ্ছে। এতে সাধারন বিশেষ ভাবে উপকৃত হচ্ছে।
শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য ব্যবহার
ছাত্র/ছাত্রীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি সংক্রান্ত তথ্য ও বিভিন্ন পরীক্ষার ফলাফল ইন্টারনেটের মাধ্যমে গ্রহণ করছে এবং বিভিন্ন পত্রিকা সংগ্রহ করছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস