“সততা মহিলা কল্যাণ সমিতি”
গ্রামঃ ছাতিয়ান, ইউনিয়নঃ মটমুড়া, গাংনী, মেহেরপুর।
কার্য নির্বাহী কমিটির নামের তালিকাঃ
মেয়াদঃ ০২ বছর
ক্রঃনং | নাম | পদবী | ঠিকানা | নির্বাচনের তারিখ | জন্ম তারিখ শিক্ষাগত যোগ্যতা | সমাজ কল্যাণ মূলক কাজের অভিজ্ঞতা |
০১ | মোছাঃ নুরজাহান খাতুন | সভানেত্রী | ছাতিয়ান, মটমুড়া, গাংনী | ০৫/০৭/১২ | এস এস সি | আছে |
০২ | মোছাঃ শাকিলা খাতুন | সহ-সভানেত্রী | ছাতিয়ান, মটমুড়া, গাংনী | ০৫/০৭/১২ | এস এস সি | আছে |
০৩ | মোছাঃ পাপিয়া খাতুন | সাধারণ সম্পাদিকা | ছাতিয়ান, মটমুড়া, গাংনী | ০৫/০৭/১২ | ৯ম শ্রেণী | আছে |
০৪ | মোছাঃ শাবানা খাতুন | সহ- সম্পাদিকা | ছাতিয়ান, মটমুড়া, গাংনী | ০৫/০৭/১২ | ৮ম শ্রেণী | নাই |
০৫ | মোছাঃ ছানুয়ারা খাতুন | কোষাধ্যক্ষ | ছাতিয়ান, মটমুড়া, গাংনী | ০৫/০৭/১২ | ৮ম শ্রেণী | আছে |
০৬ | মোছাঃ আকতাব বানু | সাংগঠনিক | ছাতিয়ান, মটমুড়া, গাংনী | ০৫/০৭/১২ | ৮ম শ্রেণী | আছে |
০৭ | মোছাঃ সূর্যহার বেগম | প্রচার সম্পাদিকা | ছাতিয়ান, মটমুড়া, গাংনী | ০৫/০৭/১২ | ৬ষ্ট শ্রেণী | নাই |
০৮ | মোছাঃ রুশিয়া খাতুন | সদস্য | ছাতিয়ান, মটমুড়া, গাংনী | ০৫/০৭/১২ | ১০ম শ্রেণী | নাই |
০৯ | মোছাঃ হাওয়া খাতুন | সদস্য | ছাতিয়ান, মটমুড়া, গাংনী | ০৫/০৭/১২ | ১০ম শ্রেণী | আছে |
১০ | মোছাঃ শ্যামলী খাতুন | সদস্য | ছাতিয়ান, মটমুড়া, গাংনী | ০৫/০৭/১২ | ৯ম শ্রেণী | আছে |
১১ | মোছাঃ ছালেহার খাতুন | সদস্য | ছাতিয়ান, মটমুড়া, গাংনী | ০৫/০৭/১২ | ৫ম শ্রেণী | নাই |
“সততা মহিলা কল্যাণ সমিতি”
গ্রামঃ ছাতিয়ান, ইউনিয়নঃ মটমুড়া, গাংনী, মেহেরপুর।
১১। ক)
উদ্দেশ্যঃ
ক) সংস্থাটি একটি অরাজনৈতিক সেচ্ছাসেবী প্রতিষ্ঠান হিসাবে কার্য্য এলাকার অধিবাসীদের মধ্যে একতা, সততা, সচেতনতা, বিশ্বাস ও মানবতাবোধ জাগাইয়া তুলিতে সর্বত্র পদক্ষেপ গ্রহণে প্রয়াসী হইবে ।
খ) শিশুদের পুষ্টি, স্বাস্থ্য ও অধিকার সংরক্ষনের জন্য সর্বপ্রকার ব্যবস্থা গ্রহণ করিবে ।
গ) সুঃস্থ অসহায় ও বেকার মহিলাদের আর্থ সামাজিক উন্নয়নের লক্ষে বিভিন্ন প্রকার বৃত্তি মূলক প্রশিক্ষক ও কুটির শিল্প প্রশিক্ষন কেন্দ্র স্থাপন করিয়া বহুমুখী প্রশিক্ষেনের মাধ্যমে আত্ম নির্ভরশীল করিয়া গড়িয়া তোলা হইবে । যেমন-দর্জি ও সেলাই মৎস্য চাষ, বাঁশ, বেত ও পাটের কাজ, জাল বুনন ও পাটি বুনন , ইত্যাদিতে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া ।
ঘ) নিরাপদ মাতৃত্বরক্ষা ও জনসংখ্যা বিস্ফেরোণ রোধ কল্পে পরিবার পরিকল্পনা কর্মসূচী ব্যাপক কার্য্যকারীতার ব্যবস্থা গ্রহণ করা হইবে । প্রয়োজনে বিশেষ প্রকল্প পরিচালনা করা হইবে ।
ঙ) মহিলাদেরহাঁস-মুরগীওগবাদীপশুপালনওতারপ্রাথমিকচিকিৎসাএবংবসতবাড়ীরআঙ্গিনায়শাকসবজীচাষ ও বৃক্ষরোপন ব্যাপক প্রশিক্ষণ দেওয়া এবং তা পারিবারিক ভাবে কার্য্যকর করিয়া তোলার জন্য মহিলাদের ব্যাপক ভাবে উৎসাহিত করিয়া তোলা হইবে ।
চ) প্রতিবন্ধী মা শিশুদের শিক্ষা ও বিভিন্ন প্রকার বৃত্তিমূলক প্রশিক্ষণ ও আত্ম নির্ভরশীলতা সহায়তা প্রদান করা ।
ছ) নারী ও শিশু নির্যাতন রোধ করা এবং নির্যাতিতদের পক্ষে সব রকম আইনী সাহায্য সহযোগীতা দিয়ে মানবাধিকার প্রতিষ্ঠা করা হইবে ।
সততা মহিলা কল্যাণ সমিতি”
গ্রামঃ ছাতিয়ান, ইউনিয়নঃ মটমুড়া, গাংনী, মেহেরপুর।
১১ । খ) পূর্ববতী বছরের কার্য্যক্রম বার্ষিক রিপোট সন ।
ক্রঃনং | কার্য্যক্রমের পদ্ধতি ও বিস্তারিত বিবরন | যদি কোন বাধা থাকে | কার্য্যক্রম সমন্বয় সাধন (যদি হইয়া থাকে) |
০১ | দজী ও সেলাই প্রশিক্ষন কার্য্যক্রমঃ প্রতিদিন ৪ ঘন্টা করিয়া অত্র কার্য্যক্রমের প্রশিক্ষন দেওয়া হয় । বেলা ১০ টা থেকে বিকাল ১ টা পর্যন্ত প্রশিক্ষণ দান চলে । | সেলাই মেশিন না থাকায় হাতের সেলাইতে কাজের কোন অগ্রগতি হচ্ছে না | বর্তমান ৩০ জন মহিলার প্রশিক্ষণ কার্য্যক্রম চলছে । |
০২ | হাঁস-মুরগী পালনঃ সংস্থার সকল সমস্যা হাঁস মুরগী ছাগল ও গবাদী পশু পালন করে খাকে প্রত্যেক সদস্যা ২৫ থেক ৫০ টি পর্যন্ত হাঁস মুরগী পালন কোরে থাকে এবং ১০ জন মহিলা ৫ থেকে ১০ টি পর্যন্ত ছাগল পালন কোরে থাকে। ২০ জন মহিলা ১ থেকে ২ টা পর্যন্ত গাভী পালন করে । | হাঁস, মুরগী, ছাগল ও গাভী পালন করার জন্য এলাকাটি উত্তম । উক্ত কার্য্যক্রম সফল ভাবে পরিচালনার প্রয়োজনীয় অর্থের দরকার । এছাড়া অন্য কোন বাধা নাই । | এ পর্যন্ত ৫০ জন মহিলা হাঁস মুরগী ছাগল ও গাভী পালন করে সাফল্য জনক ফল পাইয়াছে । হাঁস, মুরগী, ছাগল ও গাভী পালনে সদস্যাদের মধ্যে বেশ উৎসাহ দেখা গিয়াছে । |
০৩ | শিশুর স্বাস্থ্যঃ শিশুরাই আগামী দিনের নাগরিক এবং শিশুর স্বাস্থ্য পরিচর্য্যার জন্য ও শিশু অধিকার বিষয়ে ব্যপক আলোচনা সাপেক্ষে জ্ঞান দান করা হয় । ফলে শিশুর মৃত্যুর হার পায় বিলোপ হইয়াছে । | এক্ষেক্রে কোন বাধা নাই । শিশুদের পরিচর্য্যার জন্য আরো কার্য্যকর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন, শুধু অর্থের প্রয়োজন । | শিশু স্বাস্থ্য পরিচর্য্যা ও শিশু অধিকার সম্পর্কে সদস্যাগণ আশানরুপ সচেতন হইয়াছে ।
|
০৪ | বয়স্ক শিক্ষা, শিশু শিক্ষা ও কিশোরী শিক্ষা কর্য্যক্রমঃ নিরক্ষরতা দূরীকরনের জন্য প্রতিদিন সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত ২ ঘন্টা করিয়া বয়স্ক, শিশু ও কিরোরীদের স্বাক্ষরদান ও অক্ষর জ্ঞান শিক্ষা প্রদান করা হইয়া থাকে । | প্রয়োজনীয় আর্থিক ও বই, খাতা পত্রের যথেষ্ট সংকুলান না থাকায় কিছুটা প্রতি বন্ধকতায় সৃষ্টি হয় । | এ পর্যন্ত ৫০ জন বয়স্ক মহিলাকে ৬০ জন শিশুকে ও ৬০ কিশোরীকে স্বাক্ষরদান ও অক্ষর জ্ঞান প্রদান করা সম্ভব হইয়াছে । |
“সততা মহিলা কল্যাণ সমিতি”
গ্রামঃ ছাতিয়ান, ইউনিয়নঃ মটমুড়া, গাংনী, মেহেরপুর।
১১ । গ) বর্তমান বৎসরের চালু কার্য্যক্রমঃ-
ক্রমিক নং |
|
|
০১ | পাটি বুনন কার্য্যক্রম প্রশিক্ষণ | ১০ জন দুস্থ ও অসহায় মহিলাদের পাটি বুনন প্রশিক্ষণ দেওয়া হয় । |
০২ | দর্জি সেলাই প্রশিক্ষণ | ২০ জন সদস্যাকে দির্জ বিজ্ঞানের কেটে হাতে |
০৩ | পরিবার পরিকল্পনা | প্রতি মাসে ৩ দিন সকল সদস্যাকে পরিবার |
০৪ | সংস্থার মাসিক সঞ্চয় ও চাঁদা | সংস্থার সকল সদস্যার নিকট হতে মাসিক সঞ্চয় ও চাঁদা আদায় করা হয় । |
০৫ | হাঁস মুরগী পালন | হাঁস মুরগী পালন করে অসহায় মহিলারা যাতে আর্থিক উন্নয়ন করতে পারে সে সর্ম্পকে আলোচনা করা হয় । |
০৬ | বয়স্ক শিক্ষা পালন | সংস্থার মাঝে সে সকল সদস্য স্বাক্ষর জানেন না তাদেরকে স্বাক্ষর জ্ঞান দান করা হয় । |
০৭ | গবাদি পশু পালন | সংস্থার সকল সদস্যাদের মাঝে গবাদী পশু পালন সর্ম্পকে প্রশিক্ষণ দেওয়া হয় । |
১২ ঘ) সংযোজিত
“সততা মহিলা কল্যাণ সমিতি”
গ্রামঃ ছাতিয়ান, ইউনিয়নঃ মটমুড়া, গাংনী, মেহেরপুর।
আগামী বৎসরের কাজের পরিকল্পনাঃ-
ক্রঃনং | কার্য্যক্রমের নাম | প্রশিক্ষণ প্রদানকারীর সংখ্যা | উপকারভোগীর সংখ্যা | মন্তব্য |
| মৎস্য চাষ | ২০ জন | ২০ জন | ২০১৩-২০১৪ অর্থ বছরের ৩০০ জনকে প্রশিক্ষণ প্রদান করা হবে । |
| সেলাই প্রশিক্ষণ | ২০ জন | ২০ জন | |
| পাটি বুনন | ২০ জন | ২০ জন | |
| ব্যাগ তৈরী | ২০ জন | ২০ জন | |
| বাল্য বিবাহ প্রতিরোধ | ১০০ জন | ১০০ জন | |
| স্যানিটেশন | ১০০ জন | ১০০ জন | |
| এমব্রয়ডারী | ১০ জন | ১০ জন | |
| পশু পালন | ১০ জন | ১০ জন |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস