ইউনিয়নের নাম করণঃ-এ বিষয়ে সুস্পষ্ট কোন ইতিহাস বা দলিল তথ্য প্রমানাদি নাই। তবে কথিক বা লোক মুখে শুনা যায় মটমুড়া গ্রামে বহুজাতীক ধর্মালম্বী ও বিভিন্ন গোত্রের লোক বসবাস ছিল বিধায় উক্ত গ্রামকে নবমুখী বলা হত। বিভিন্ন সম্প্রদায়ের লোক বসবাস করায় মোঘল শাসন আমলে মোড়ানো সাোনার “মট” পাওয়া যাওয়াই তার স্মৃতি স্বরুপ নাম মটমুড়া নাম করণ হয়।